জাতীয় শোক দিবস – দানাপাঠুলি ইউনিয়ন
১৫ আগষ্ট
জাতীয় শোক দিবস উপলক্ষে, সৈয়দ সাফায়েত সৈয়দা মাহবুবা ফাউন্ডেশন (কিশোরগঞ্জ) কর্তৃক আয়োজিত স্বরণ-সভা এবং বই বিতরণী কার্যক্রম,মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম ভাই এবং সৈয়দা মাহবুবা ইসলাম নাজমা আপার নির্দেশনায়, আজ দানাপাঠুলি ইউনিয়ন এর সকল শিক্ষা-প্রতিষ্ঠানে বই বিতরণী কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। পর্যায়ক্রমে কিশোরগঞ্জ – হোসেনপুর উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে বই পৌছে দেওয়া হবে।